×

আন্তর্জাতিক

করোনার মধ্যেও কলকাতায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০২:০৬ পিএম

করোনার মধ্যেও কলকাতায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

বৃহস্পতিবার কলকাতায় বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

করোনা ভাইরাসের মহামারির মধ্যেও শোভাযাত্রার মাধ্যমে ১৪২৭ বাংলা নববর্ষকে বিদায় জানিয়ে ১৪২৮ কে বরণ করে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাবাসী। পশ্চিমবাংলার দিনপঞ্জি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ।

সম্প্রীতি বজায় রেখে বর্ণ-ধর্ম নির্বিশেষে মানুষ বের হয়েছে শোভাযাত্রায়। তবে, অন্যান্য বছরের মতো এবারের শোভাযাত্রায় সেই ধরনের আড়ম্বর ছিল না। দক্ষিণ কলকাতার বাঘাযতীনের মঙ্গল শোভাযাত্রায় ছিল রংবেরঙের মুখোশ, ফুল, পেঁচা ইত্যাদি।

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে আনন্দ থাকলেও সেরকম একটা খুশির ছোঁয়া ছিল না সবার চোখেমুখে।

এদিন নতুন পোশাকের সঙ্গে মুখে ছিল মাস্ক। শোভাযাত্রায় সঙ্গীত ও নৃত্যর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার সব বয়সী মানুষরা।

এর আগে ২০১৭ সালের প্রথমবার মতো শোভাযাত্রার মাধ্যমে কলকাতাবাসী বাংলা বর্ষবরণ করেন।

১৯৮৯ সাল থেকে ঢাকায় চলে আসছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা সে এক অভূতপূর্ব দৃশ্য। পয়লা বৈশাখের প্রভাতে মানুষ একাত্ম হয়ে যায়। পা মেলান মঙ্গল শোভাযাত্রায়। রাস্তায় নেমে নাচে-গানে মেতে ওঠেন। আলপনায় ভরিয়ে দেওয়া হয় মহাসড়কের পিচঢালা পথ।

https://www.youtube.com/watch?v=cUYhc5BS1Cs  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App