×

জাতীয়

রাতেই খালেদা জিয়ার জরুরি মেডিকেল বোর্ড গঠন 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৮:১৩ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তে কোনো ঝুঁকি আছে কি-না, জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। আর এই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার (১৪ এপ্রিল) রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে।

ডা. আল মামুন বলেন, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। খালেদা জিয়া সুস্থ আছেন।

এর আগে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। বিকেল ৩টা থেকে এক ঘণ্টা তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশ দিচ্ছেন। টিম ওয়ার্কের মাধ্যমে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App