×

সারাদেশ

রাজশাহীতে আইপিএল অনলাইন জুয়া খেলায় আটক ৮ তরুণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৩:৩৭ পিএম

রাজশাহীতে আইপিএল অনলাইন জুয়া খেলায় আটক ৮ তরুণ

ছবি: ভোরের কাগজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে অনলাইনে জুয়া খেলায় আটজন তরুণকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় সংবাদ সম্মেলন শেষে আটককৃতদের অভিভাবকের কাছে তুলে দেয় পুলিশ।

আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকার হাফেজ মোল্লার ছেলে মো. রুবেল হোসেন, শ্রীরামপুর এলাকার মো. টুটুল শেখের ছেলে মো. বিশাল, চণ্ডিপুর এলাকার মো. রাজুর ছেলে মো. বুলবুল, একই এলাকার মো. আলী পান্নার ছেলে মো. তুষার আহম্মেদ, ভাটাপাড়া এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে মো. মিলন, বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া এলাকার মো. নাজিম শেখের ছেলে মো. স্বজল, মতিহার থানার ধরমপুর এলাকার মো. আলতাব হোসেনের ছেলে মো. আনোয়ার পারভেজ ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. জাহানের ছেলে মো. ফরিদুল ইসলাম হামিম।

পুলিশ জানায়, আইপিএলকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন জায়গায় সম্ভ্রান্ত পরিবারের কিশোর এবং যুবক ছেলেরা পিতামাতাকে না জানিয়ে গোপনে অনলাইনে আইপিএল ক্রিকেট জুয়া খেলায় জড়িয়ে পড়ছে। ফলে এসব ছেলেরা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলা নিয়ে তারা অনেকরকমভাবে জুয়া খেলছে। ম্যাচের ফলাফল যেমন: কোন ওভারে কত রান হবে? কোন বলার কত উইকেট পাবে? বা কোন ব্যাটসমান কত রান করবে? এসব নিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তারা পরিবারে অশান্তি তৈরি করছে ও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। যার ফলে সমাজে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এসবের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ এবং আটজনকে আটক করে।

বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আটককৃতদের অভিভাবকগণের সঙ্গে সচেতনতা ও দিকনির্দেশনামূলক কথা বলেন। এরপর আটককৃতরা ভবিষ্যতে এরুপ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে স্ব-স্ব অভিভাবকের নিকট হস্তান্তর করেন। নগরীতে আইন শৃঙ্খলা রক্ষায় জুয়াবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবু কালাম সিদ্দিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App