×

আন্তর্জাতিক

মিসরে নববর্ষ উদযাপনে প্রবাসী ও বাংলাদেশ দূতাবাসের মোঙ্গল শোভাযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০২:০০ এএম

মিসরে নববর্ষ উদযাপনে প্রবাসী ও বাংলাদেশ দূতাবাসের মোঙ্গল শোভাযাত্রা

কায়রো দূতাবাসের আয়োজনে মোঙ্গল শোভাযাত্রায় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীরা

মিসরের রাজধানী কায়রোতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রা করেছে বাংলাদেশ দূতাবাস। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন মিসরে বাংলাদেশি প্রবাসীরা। মিসরে বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে রাজধানী কায়রো ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মনিরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী বরণ উৎসব অনুষ্ঠানের সূচনা করা হয়। ছোট আর বড়দের রং বেরঙের বৈচিত্র্যপূর্ণ দেশীয় পোশাক, সাজসজ্জা, ভোজনরসিক বাঙালির প্রিয় পিঠা-পায়েসের আয়োজন আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে মিসরে বাংলাদেশে দুতাবাস প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর একটি ক্ষুদ্র বাংলাদেশের প্রতিকৃতি। দেশীয় ভোজের নানা আয়োজন শেষে এরপর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সাহিত্য সম্ভার, কবিতাপাঠ, বৈশাখের ওপর সমবেত একক ও দ্বৈত গান, পুরুষ/ নারী ও শিশুদের অংশ গ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারি, আল আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, ডাক্তার, পেশাজীবী, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App