×

আন্তর্জাতিক

বাইরে থেকে এসে বিজেপি করোনা বাড়িয়ে দিয়েছে: মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৭:২১ পিএম

বাইরে থেকে এসে বিজেপি করোনা বাড়িয়ে দিয়েছে: মমতা

মমতা বন্দ্যোপাধায়।

বাইরে থেকে বিমানে করে লোক এসে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস ছড়াচ্ছে। বুধবার (১৪ এপ্রিল) জলপাইগুড়িতে এক জনসভায় এভাবেই নাম না করে ফের বিজেপি নেতাদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধায়।

মমতা বলেন, আপনারা দেখছেন করোনাটা আবার বেড়েছে। বাইরে থেকে লোক এসে আমাদের এখানে করোনা বাড়িয়ে দিয়েছে। রোজ বিমানে করে কেউ বাগডোগরা, কেউ কলকাতা, কেউ অন্ডালে আসছে। আমরা যথাসম্ভব বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রোজ নতুন রেকর্ড করছে। মঙ্গলবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪,৮০০ ছাড়িয়েছে। তার মধ্যেই চলছে ভোটপ্রচার।

সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে মমতা বলেন, মাস্কটা পরতেই হবে। আমিও পরি। তবে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে হয় বলে মাঝে মধ্যে খুলে রাখি।

শুধু রাজ্যে নয়, গোটা দেশেই করোনা পরিস্থিতি ভয়াবহ। দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই। তার মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সব থেকে খারাপ। সেখানে ১৫ দিনের জন্য কার্ফু ঘোষণা করেছে রাজ্ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App