×

জাতীয়

উধাও নয়, সারাদেশে পাঠানো হয়েছে বসুন্ধরা হাসপাতালের যন্ত্রপাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:৩৩ পিএম

উধাও নয়, সারাদেশে পাঠানো হয়েছে বসুন্ধরা হাসপাতালের যন্ত্রপাতি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

উধাও নয়, সারাদেশে পাঠানো হয়েছে বসুন্ধরা হাসপাতালের যন্ত্রপাতি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ডিএনসিসি হাসপাতালের ব্যাপারে ভুল তথ্য দেওয়া হয়েছে। হাসপাতালটি উধাও নয়, বরং বসুন্ধরা আইসোলেশন সেন্টারের সবকিছু দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ হাজার ৬৩৮টি শয্যা সংখ্যা বেড়েছে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকদের ব্যাপারে বিভিন্ন সমালোচনার বিষয়ে খুরশীদ আলম বলেন, চিকিৎসকরা তো ভুল ত্রুটির উর্ধ্বে নয়। তারাও মানুষ। নানা সীমাবদ্ধতা রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও তারা কাজ করে যাচ্ছে। এমন সময় যদি আপনারা তাদের সমালোচনা করেন, তবে তারা হতাশ হয়ে পড়বে। আপনারা চিকিৎসকদের পাশে এসে দাঁড়ান। টেলিভিশন মিডিয়ার সামনে গিয়ে যদি আপনারা শুধু সমালোচনাই করেন, তবে দেশবাসীও বিভ্রান্ত হবে এবং চিকিৎসকরাও হতাশ হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

এছড়াও আগামী সপ্তাহ থেকে লাইভে এসে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদপ্তর। সপ্তাহে দুই দিন এই ব্রিফ্রিং হবে বলেও  জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App