×

পুরনো খবর

শতজনের প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১১:৫৩ পিএম

শতজনের প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

শিল্পী সমর মজুমদারের ক্যানভাসে বাংলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।

এ বছরই মঙ্গলশোভাযাত্রার তিরিশ বছর পূর্তি হচ্ছে। করোনা মহামারির কারণে এবারও জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার আয়োজনও বাতিল করা হয়েছে। তবে জনসমাগমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জনতার ঢলে মঙ্গলশোভাযাত্রার পরিবর্তে এবার প্রতীকীভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ১০০ জনের ‘প্রতীকী’ মঙ্গল শোভাযাত্রা করা হচ্ছে। শোভাযাত্রাটি সীমাবদ্ধ থাকবে চারুকলা অনুষদ চত্বরেই। এক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে।

এ প্রসঙ্গে চারুকলা অনুষদের ডীন শিল্পী নিসার হোসেন বলেন, বিশ^বিদ্যালয়ের একটা সিদ্ধান্ত ছিল, পরিস্থিতি যদি স্বাভাবিকও হয়, তবুও জনগণের সম্পৃক্ততা থাকবে না এবারের শোভাযাত্রায়। যদিও আমরা যখন সিদ্ধান্ত নিই তখন মনে হচ্ছিল যে, পরিস্থিতি ভালো হয়ে যাবে। তখনও সিদ্ধান্ত ছিল জনসম্পৃক্ত করা যাবে না। ওই সিদ্ধান্তেই অটল আছি। প্রয়োজনে চারুকলা অনুষদের ভেতরেই শারীরিক দূরত্ব বজায় রেখে একটা ছোটখাট আয়োজন করব। এটাই বিভিন্ন চ্যানেলে ইউটিউবে ভার্চুয়ালি, প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App