×

আন্তর্জাতিক

করোনার দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৬:০৭ পিএম

দৈনিক করোনা রোগী শনাক্তে বিশ্ব রেকর্ড এখন ভারতের। মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন। এ সংখ্যা মহামারিতে বিশ্বের যে কোনও দেশের মধ্যে সর্বোচ্চ। খবর রয়টার্স ও আলজাজিরার।

সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষার ফল প্রকাশে দেরির কারণে মঙ্গলবার শনাক্তের সংখ্যা বেড়েছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৮ জনে। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা বাস্তবতার চেয়ে কম।

গত সোমবার দেশটি আক্রান্তের হিসাবে ব্রাজিলকে ছাড়িয়ে যায়। এর ফলে সর্বাধিক আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে চলে আসে ভারত। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারি শেষ হয়ে গেছে মনে করে নেওয়া ভুল পদক্ষেপের মাশুল দিচ্ছে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App