×

খেলা

আজ ফের মাঠে নামছেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১২:২৭ পিএম

আজ ফের মাঠে নামছেন সাকিব

সাকিব আল হাসান

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ রানের জয় পাওয়ায় অনেকটা ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানরা। যেখানে কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। মুম্বাইয়েরও এটি টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ।

আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেটে হেরেছিল রোহিত শর্মার দল। এ ম্যাচকে সামনে রেখে পরিসংখ্যানের দিকে তাকালে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে সাকিব আল হাসানদের। মুম্বাইয়ের বিপক্ষে ২৭ ম্যাচের ২১টিতেই যে হেরেছে কলকাতা। গত চার বছরে মুম্বাইয়ের ১০ জয়ের বিপরীতে কলকাতা জিতেছে মাত্র ১বার। কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যান নিশ্চয়ই আজ সে অভিশপ্ত পরিসংখ্যান কাটিয়ে উঠতে চেষ্টা করবেন।

কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ দেখায় গত আসরে ৮২ রানের বড় ব্যবধানে হেরেছিল শাহরুখ খানের দল। আজও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা কলকাতার বিপক্ষে সবসময় বিধ্বংসী ইনিংস খেলে থাকে মুম্বাই। এমন অবস্থায় মুম্বাইকে রুখতে আজ কলকাতার বড় অস্ত্র হতে পারেন সাকিব আল হাসান। মুম্বাইয়ের গত ম্যাচে সবচেয়ে বড় ইনিংস খেলেছিলেন ক্রিস লিন। ৩৫ বলে ৪৯ রান করেছিলেন তিনি। এই লিনের বিপক্ষে বোলিংয়ে ওস্তাদ সাকিব। সাকিবের ২৯ বল মোকাবিলা করে লিন করতে পেরেছেন মাত্র ২০ রান। এর মধ্যে দুবারই ক্রিস লিনের উইকেট নিয়েছেন ওয়ানডের সেরা অলরাউন্ডার। সে হিসেবে আজকের ম্যাচে সাকিবের খেলা প্রায় নিশ্চিতই। আগের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান নিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেন ৩ রান।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বিধ্বংসী রোহিত শর্মা। কলকাতার বিপক্ষে তিনি ৯৩৯ রান করেছেন। যা আইপিএলে খেলা প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। তাই মুম্বাইকে সহজেই বেঁধে ফেলতে হলে রোহিত শর্মার উইকেট দ্রুত তুলে নিতে হবে কলকাতাকে। তা ছাড়া এই দলেই আছেন বিশ্বমানের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট। দুজনই সাকিব আল হাসানদের বড় রান সংগ্রহে বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারেন। মুম্বাইয়ের জয়ে অবদান রাখতে পারেন কেইরন পোলার্ড, হার্দিক পাণ্ডেয়া ও মার্কো জানসেনরাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App