×

জাতীয়

২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী নৌযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৭:৩৩ পিএম

২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী নৌযান

ছবি সংগৃহিত

করোনা সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণায় সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধের সিদ্ধান্ত আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পণ্য বহনে নিয়োজিত নৌযান চালু থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, সরকারি নির্দেশনা অনুসারে যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান ও বন্দরগুলো খোলা থাকবে। পণ্যবাহী নৌযানে কর্মরত সকলেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন। এর আগে করোনা মহামারীর কারণে লকডাউন ঘোষণায় ৫ এপ্রিল সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। এখন নতুন করে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ হতে যাচ্ছে। এ সময়ে মানুষের কাজ ও চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App