×

জাতীয়

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৬:০১ পিএম

করোনা সংক্রমণ রোধে ‘সর্বাত্মক বিধিনিষেধ’ চলার সময় জরুরি প্রয়োজনে চলাচল করতে মুভমেন্ট পাস দেবে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) পুলিশ সদর দপ্তর জানায়, জরুরি পাসের অ্যাপটি মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ উদ্বোধন করবেন।

movementpass.police.gov.bd এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণের পর ওষুধ, চিকিৎসা, কৃষি পণ্য পরিবহন, চাকরিসহ ১৪টি ক্যাটাগরিতে শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য এই পাস দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। এবাংকটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে।

মোবাইলের নাম, মোবাইল নম্বর, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করার পর পুলিশ অনলাইন একটি পাস ইস্যু করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App