×

সারাদেশ

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, হামলার শিকার ফায়ার সার্ভিস কর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৬:০২ পিএম

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, হামলার শিকার ফায়ার সার্ভিস কর্মীরা

ছবি সংগৃহিত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এর এইচ ব্লকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকবল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।’

অন্যদিকে আগুন নেভাতে গিয়ে রোহিঙ্গাদের হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক জানান, ‘রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। এ সময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App