×

জাতীয়

ঢাবির প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় গণমাধ্যমের উপস্থিতি নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৫:০২ পিএম

ঢাবির প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় গণমাধ্যমের উপস্থিতি নয়

প্রতীকী ছবি

দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। মহামারি করোনা ভাইরাসের কারণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। সোমবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে মঙ্গল শোভাযাত্রা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে সীমিত পরিসরের মঙ্গল শোভাযাত্রার ধারণকৃত ছবি গণমাধ্যমে সম্প্রচার করবে কর্তৃপক্ষ। ছবি বা ভিডিও’র জন্য গণমাধ্যমের উপস্থিতি থাকছে না।

এবার মঙ্গল শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে, 'কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর'। এ বিষয়ে তিনি বলেন, আমরা একটা খারাপ সময় অতিক্রম করছি। তবে এ খারাপ সময়কে পার করে ভালো কিছু হবে, নতুন বছর আমাদের ভালো কিছুর বার্তা দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের।

এদিকে চারুকলা অনুষদ ঘুরে দেখা গেছে, সীমিত পরিসরে চলছে মঙ্গল শোভাযাত্রা কার্যক্রমের প্রস্তুতি। তৈরি হচ্ছে মুখোশ। আঁকা হচ্ছে বিভিন্ন আলপনা। আর চারুকলার বাইরের প্রাচীরও রাঙানো হয়েছে বিভিন্ন রঙের আলপনায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App