×

আন্তর্জাতিক

চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ এএম

চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

ছবি সংগৃহিত

সৌদিতে পবিত্র মাহে রমজান শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। দেশটির আকাশে কোথাও শনিবার (১০ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাব অনুসারে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রোববার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সেদিন দেশটির কোথাও চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি। চাঁদ দেখা গেলে কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল।

মূলত করোনা মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি। রোজার পূর্বেই বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। সে কারনে পবিত্র মাস শুরুর আগেই স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটায় ব্যস্ত মুসলিম সম্প্রদায়।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App