×

সারাদেশ

ভারতের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক বাংলাদেশে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১০:০৬ পিএম

ভারতের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক বাংলাদেশে!

কুড়িগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক। ছবি: ভোরের কাগজ

ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানায় গত শনিবার নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ভারতীয় এক যুবক বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই এলাকায় জরুরি অবস্থা বলবৎ থাকায় বাসার বাইরে বের হওয়ার কারণে সে গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে।

ওই যুবকের নাম মিলন মিয়া। বাড়ি কুচবিহার থানার চৌধুরীর হাট এলাকায়। সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য সীমান্তের এপারে কুড়িগ্রাম পাঠিয়ে দেয়। তার নানার বাড়ি কুড়িগ্রামে বলে জানায় সে।

সীমান্ত সুত্র জানায়, শনিবার রাতে গুলিবিদ্ধ মিলন মিয়া ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তার বাংলাদেশি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নানার বাড়ির আত্মীয়রা চিকিৎসা দেওয়ার জন্য নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাগেশ্বরী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির এ তথ্য নিশ্চিত করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম জানান, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।

ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাইদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে মিলন। গুলিবিদ্ধ ওই যুবক বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ যুবক মিলন মিয়া জানান, শনিবার সন্ধায় বাড়ির পাশে দোকানে খরচ নেওয়ার জন্য আমি বের হলে সেখানে গুলিবিদ্ধ হই। পরে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসার জন্য রাতেই বাংলাদেশে আমার নানার বাড়িতে চলে আসি।

ওই যুবকের নানা নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের মকবুল হোসেন জানান, আমার নাতী ভারতে গুলিবিদ্ধ হয়ে আমার বাড়িতে আসে। পরে তাকে আমরা নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করাই। নাগেশ্বরী থানা পুলিশ আমার নাতীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই যুবক পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর ৪টায় তাকে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App