×

সারাদেশ

বিস্ফোরণে দগ্ধ হয়ে মুন্সীগঞ্জের পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৪:৪৪ পিএম

বিস্ফোরণে দগ্ধ হয়ে মুন্সীগঞ্জের পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

মীরকাদিম পৌরসভার মেয়রের স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন

মুন্সীগঞ্জ মীরকাদিম পৌরসভায়, পৌর মেয়রের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে তার স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

 ইনস্টিটিউটের চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কানন বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবিহিত করা হয়েছে।

এর আগে গত ৬ই এপ্রিল মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলরসহ ১২জন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App