×

সারাদেশ

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে ফেরত দিল বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:৫৮ পিএম

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে ফেরত দিল বিজিবি

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে দুই ভারতীয় যুবককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের শর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ এপ্রিল) বিকালে ওই দুইজনকে ভারতের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে ভারতীয় দুই যুবক অবৈধভাবে ঘুরাঘুরি করছিল। এ সময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে বিজিবি 'র একটি টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলো- কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের উভয়ের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকা থানার কাত্রিপাড়া এলাকার ডাকাইর গ্রামে। এসময় তাদের কাছ থেকে দুটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর ভারতীয় ওই দুই নাগরিগকে ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App