×

খেলা

শ্রীলঙ্কা সফর পূর্বে টাইগারদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৬:৪৩ পিএম

শ্রীলঙ্কা সফর পূর্বে টাইগারদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

ফাইল ছবি

আসন্ন টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটি টেস্টের জন্য ইতিমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেরদিন ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

দেবাশীষ বলেন, ‘যারা নিউজিল্যান্ড সফরের পূর্বে টিকা নিয়েছিলো, তারা আগামীকাল (১১ই এপ্রিল) দ্বিতীয় ডোজের টিকা নেবেন।’

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার পূর্বে ১৮ ও ২০শে ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন টাইগাররা। খেলোয়াড় ছাড়াও দলের কোচ, টিম বয় ও ম্যানেজমেন্টে সদস্যরাও টিকা নিয়েছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে ভারতে যাওয়ায় মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ডোজের টিকা নিতে পারছেন। দেবাশীষ চৌধুরী জানান, ‘মোস্তাফিজ আইপিএল শেষে টিকা নেবেন। দ্বিতীয় ডোজটি তিন মাসের মধ্যে নিলেই হবে।’

তবে নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন গ্রহণ করেনি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক জানালেন, শনিবার চাইলে প্রথম ডোজ নিতে পারবেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App