×

খেলা

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, সাকিবের জায়গায় শুভাগত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৩:৪৮ পিএম

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, সাকিবের জায়গায় শুভাগত

সাকিব আল হাসান ও শুভাগত হোম চৌধুরি। ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরি। এই অফ স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে আরও আছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তিন পেসার মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। তবে সাকিব আল হাসানের তার জায়গায় খেলবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। এমন পরিবর্তন দিয়েই শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মোট ২১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল ঘোষণা করা হয়েছে।

সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে যারা যাচ্ছেন তারা হলেন- মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী শুভাগত। প্রথমবারের মতো টেস্ট দলে আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App