×

জাতীয়

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. একে আজাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১১:১৪ পিএম

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. একে আজাদ

অধ্যাপক ডা. একে আজাদ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম শুক্রবার (৯ এপ্রিল) জানান, তিনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। সংক্রমণের লক্ষণ দেখা দিলে তারা উভয়েই নমুনা পরীক্ষা করতে দেন। গত মঙ্গলবার দুজনেরই করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি জানান, অধ্যাপক ডা. আজাদকে মঙ্গলবারই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

আজাদ স্যার কেবিনে আছেন। তার শরীর ভালো আছে। তিনি এখনও ঝুঁকিমুক্ত। স্যারের ছেলের সঙ্গে আমি এখনই কথা বললাম।

শুক্রবার সন্ধ্যায় ডা. নাজিমুল জানান, হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন তিনিও।  আমি এই দুদিন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজ শরীরের অবস্থা আগের চেয়ে একটু খারাপ হয়েছে। বাসায় থাকা সম্ভব হচ্ছে না।

শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App