×

খেলা

এক অধিনায়কে বিশ্বাসী সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৯:৪৭ পিএম

এক অধিনায়কে বিশ্বাসী সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমানে রয়েছেন তিনজন অধিনায়ক। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টেস্টের দায়িত্বে আছেন মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বের বেশ কয়েকটি দেশেও এমন অধিনায়ক ভাগ করা আছে। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শুধু বিরাট কোহলিই ভারতকে নেতৃত্ব দিয়ে থাকেন। আর সাকিবও মনে করেন বাংলাদেশ দলে এক অধিনায়ক হলেই ব্যাপারটা ভালো হবে। কী কারণে ভালো হবে এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

আইপিএল খেলতে বর্তমানে তিনি ভারতে রয়েছেন। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। আর সেখান থেকেই একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিন অধিনায়ক নিয়ে এক প্রশ্নের জবাবে এমনটিই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ ব্যাপারে সাকিব বলেন, ‘প্রশ্নটা কঠিন। বিভিন্ন মতামত থাকবে এটা নিয়ে। তবে আমি কখনোই বলব না তিন সংস্করণে এক অধিনায়ক হলে আমাদের জন্য খারাপ হবে। অবশ্যই এটা খারাপ নয়। বরং এটাই হয়তো ভালো।’

আর তিন সংস্করণে তিন অধিনায়কের বদলে এক অধিনায়ক কেন ভালো এ ব্যাপারটিও ব্যাখ্যা করেছেন তিনি। এ ব্যাপারে সাকিব বলেন, ‘যদি তিনটি সংস্করণকে আমরা সমান গুরুত্ব দিতাম এবং তিন সংস্করণে আমাদের পারফরমেন্স একই রকম থাকত, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের তো তিন সংস্করণে একই রকম পারফরমেন্স নয়। এটাই সমস্যা, বিশেষ করে যে সংস্করণে আমরা ভালো খেলি না, সেই অধিনায়কের বেশি সমস্যা।’

অধিনায়কত্বের চাপ কী, সেটা বাংলাদেশ দলের অধিনায়ক থাকার সময় ভালোই টের পেয়েছেন সাকিব। সে অভিজ্ঞতা থেকেই যেন বোঝাতে চাইলেন ভালো না খেলা সংস্করণের অধিনায়কদের সমস্যাটা, ‘যে সংস্করণে আমরা ভালো খেলি, সেই অধিনায়ক সব সময় স্বস্তিতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাকি যে সংস্করণে আমরা ভালো খেলি না বা নিয়মিত সাফল্য পাই না, সেই সংস্করণের অধিনায়কের জন্য তো কাজটা কঠিন হয়ে যায়। তাকে সব সময় চাপে থাকতে হবে, সমালোচনা শুনতে হবে এবং অধিনায়ক হিসেবে তার থিতু হতেও বেশি সময় লাগবে। আবার যে সংস্করণে আমাদের দল ভালো, সে অধিনায়কের সমস্যা কম হবে, তার সময়ও কম লাগবে থিতু হতে।’

এদিকে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই দলের অন্যতম চমক হলেন ৩৪ বছর বয়সি শুভাগত হোম। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি না খেলেই যেহেতু সাকিব আইপিএলে গেছেন। ধারণা করা হচ্ছে সাকিবের বদলি হিসেবে শুভাগত হোমকে নেয়া হয়েছে। সাকিব আল হাসান যেহেতু অলরাউন্ডার তাই তার জায়গায় একজন অলরাউন্ডারই প্রয়োজন ছিল বিসিবির। আর ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করার সুবাদে তাকে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App