×

জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক জাহাজ জব্দ, আটক ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০২:১০ পিএম

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ১৪ জন কর্মচারীসহ ঘাতক কার্গো জাহাজটিকে জব্দ করেছে পুলিশ।  এছাড়াও রং পরিবর্তন করা হয়েছে এসকেএল ৩ জাহাজটির। বৃহস্পতিবার (৮ এপ্রিল) গজারিয়া থেকে জাহাজটিকে আটক করে কোস্টগার্ড। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার একটি কার্গোর ধাক্কায় সাবিত-আল হাসান নামে লঞ্চটি সন্ধ্যা ছয়টায় ডুবে যায়। এটি নারায়াণগঞ্জ-মুন্সিগঞ্জ রোডে চলাচল করতো। প্রায় ১৮ ঘণ্টা পর লঞ্চটিকে পারে টেনে আনতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা। এতে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়।

স্থানীয় টেলিভিশনগুলোতে লঞ্চটিকে ধাক্কা দেবার এবং ডুবে যাওয়ার দৃশ্য সম্বলিত একটি ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা যায় মালবাহী জাহাজটি নদীর মাঝ বরাবর দিয়ে ছোট লঞ্চটিকে ধাক্কাতে ধাক্কাতে বেশ কিছুটা দূর নিয়ে যায়। এক পর্যায়ে নদীতে নিমজ্জিত হয় লঞ্চটি। ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

লঞ্চটিতে ৫০-৬০ জনের মত যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১৫ জন সাঁতরে নদীর তীরে এসে প্রাণ রক্ষা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App