×

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০২:২৯ এএম

মিয়ানমারের দুইটি শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কালে ও আরেকটি শহরে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংঙ্গুনে এদিন কয়েকটি জায়গায় ছোট ছোট বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের।

ইয়াঙ্গুনে একটি চীনা কারখানায় এ দিন অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা এদিন চীনের পতাকা পুড়িয়েছে।

গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমার বুধবার পর্যন্ত ৫৮০ জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু দেখেছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স। ১ ফেব্রুয়ারির ওই অভ্যুত্থানের পর সেনাবাহিনীর দমনপীড়ন উপেক্ষা করেই দেশটির বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও ধর্মঘট চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App