×

জাতীয়

প্রথম দিনে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৮:২২ পিএম

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরও জানানো হয়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন।

দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনার গণ টিকাদান কর্মসূচি। এতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App