×

সারাদেশ

তাড়াইলে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৬:২৯ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে করোনার ২য় ডোজের টিকা দেওয়া শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬৮ জনকে করোনার ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এরমধ্যে পুরুষ ৫৩ জন এবং মহিলা ১৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, গত ৮ মার্চ থেকে আমরা করোনার টিকা দেওয়া শুরু করেছি। সর্বমোট তিন হাজার দুই শত ৮৫ জনকে ১ম ডোজের টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে আজ থেকে ২য় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। তিনি আরো বলেন, নতুন করে ৭ জনের নমুনা সহ মোট ১ হাজার ১ শত ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ শত ২৪ জন।

করোনায় মৃত্যুবরণ করেছেন একজন এবং ৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। রিপোর্টের অপেক্ষায় অপেক্ষারত আছেন ৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App