×

জাতীয়

দু’দিন পর রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০৯:৪৭ এএম

দু’দিন পর রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

ফাইল ছবি

দু’দিন পর রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

দু’দিন বন্ধ থাকার পর আবারো রাজধানীতে বাস চলাচল শুরু হয়েছে। ছবি: মামুন আবেদীন

দু’দিন পর রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

সিটি করপোরেশন এলাকায় চলাচল শুরু করেছে বাস। আব্দুল্লাহপুর থেকে ছবিটি তুলেছেন শাহাদাত হাওলাদার

চলমান লকডাউনে গণপরিবহন দু’দিন বন্ধ থাকার পর আবারো চলাচল শুরু হয়েছে। বুধবার ( ৭ এপ্রিল) সকালে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে বাস চলাচলের দৃশ্য দেখা গেছে । তবে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। গত সোমবার (৫ এপ্রিল) থেকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের শুরু থেকে গণপরিবহন বন্ধ ছিল। এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। [caption id="attachment_276713" align="aligncenter" width="699"] সিটি করপোরেশন এলাকায় চলাচল শুরু করেছে বাস। আব্দুল্লাহপুর থেকে ছবিটি তুলেছেন শাহাদাত হাওলাদার[/caption] এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন। তিনি আরো বলেন, শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। এর আগে গত ৩১ মার্চ ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহনের চলাচল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App