×

জাতীয়

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০১:১৫ পিএম

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের প্রতিবাদে জধানীতে বিক্ষোভ করছেন চালকরা। ছবি: ভোরের কাগজ

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে রাজধানীর কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা। বুধবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোড, আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ করেন। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাইড শেয়ারিং চালুর দাবি জানায়। ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা মোটরসাইকেলযোগে বিক্ষোভ করে।

তবে কর্মস্থলগামীদের কথা বিবেচনা করে দেশের সব সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশনা দেয় সরকার। সে অনুযায়ী নিষেধাজ্ঞার তৃতীয় দিন আজ সকাল থেকে গণপরিবহন চলছে।

চালকরা বলছেন, নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালু করা হয়েছে। অথচ রাইড শেয়ারিং বন্ধ রাখা হচ্ছে। চালকরা রাস্তায় নামলেই অহেতুক হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ঢাকাসহ সারা দেশে এক বিশাল জনগোষ্ঠী এই রাইড শেয়ারিং সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে। করোনা নিষেধাজ্ঞা তাদের বিপাকে ফেলে দিয়েছে। একারণে তাঁরা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে রাইড শেয়ারিং চালুর দাবি জানান তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App