×

জাতীয়

করোনা শনাক্তে একদিনে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০৩:৫০ পিএম

দেশে করোনা ভাইরাসে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এই ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও সাত হাজার ৬২৬ জন। এর ফলে  করোনা শনাক্তে একদিনের সব রেকর্ড ছাড়িয়ে গেল। এর আগে মঙ্গলবার দেশে করোনা ভাইরারাসে ৭ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয় এবং মারা যান ৬৬ জন। গত ২৪ ঘণ্টাসহ এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৭ জন এবং মোট রোগী শনাক্ত হয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জন। বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২২.০২ শতাংশ। বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত সপ্তাহে প্রথমবারের মত এক দিনে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর আসে। তার মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ছয় লাখ ছাড়িয়ে যায়। তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। মাঝে শনিবার দৈনিক শনাক্ত রোগী ৬ হাজারের নিচে থাকলেও রবিবার তা নতুন রেকর্ডে পৌঁছায়। সেদিন শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। সোমবারও ৭ হাজার ৭৫ জনের মধ্যে করোনভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে টানা চারদিন ৭ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার। এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। গত বছর ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার ৬৬ জনের মৃত্যু দেশে একদিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App