শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ও পরিচালক কবরী সারোয়ার। গত ৫ এপ্রিল তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।