×

সারাদেশ

নড়াইলে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৯:১৮ পিএম

নড়াইলে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

আহত ব্যবসায়ী মুজিবর রহমান।

নড়াইলে চাঁদা না দেওয়ায় মুজিবর রহমান (৫০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে ওই ব্যবসায়ী জানান। ঘটনার পর পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে আজ আনুমানিক সাড়ে ৬টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত ধোপাখোলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে হাটুতে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুলিবিদ্ধ মুজিবর রহমান জানান, মুখোশ পরিহিত ৪-৫জন লোক দোকানে এসে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে পায়ে গুলি করে ক্যাশে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা নড়াইল পৌর এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App