×

সারাদেশ

নীলফামারীতে আগুনে ৩০ দোকান ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১১:১৬ পিএম

নীলফামারীতে আগুনে ৩০ দোকান ছাই

মঙ্গলবার আগুনে এভাবেই পুড়ে যায় দোকানগুলো।

নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা বাজারে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় ওষুধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ ছোট বড় ৩০টি দোকানঘর মালপত্রসহ পুড়ে ছাই হয়। লকডাউনের সময় বাজারের সব দোকানপাট বন্ধ ছিল এবং লোকজনের উপস্থিতিও ছিল না। এ কারণে আগুনের উৎস সম্পর্কে কেউ কেউ কিছু বলতে পারেনি। তবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে নীলফামারী, কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে দোকানঘর এবং মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে নীলফামারীসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App