×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় দেয়াল ভেঙে পালাল ২ হাজার বন্দি, স্বেচ্ছায় ফিরল ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১২:১৮ পিএম

নাইজেরিয়ায় দেয়াল ভেঙে পালাল ২ হাজার বন্দি, স্বেচ্ছায় ফিরল ৬

বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের প্রশাসনিক ভবনের দেওয়াল উড়িয়ে দেয় বন্দুকধারীরা। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরে বন্দুকধারীরা বিস্ফোরণ ঘটিয়ে একটি কারাগারের প্রশাসনিক ব্লক উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ১ হাজার ৮০০ জনেরও বেশি বন্দি পালিয়েছে বলে জানিয়েছে কারাগারটির কর্মকর্তারা। এদিকে ৩৫ জন বন্দি পালাতে রাজি হননি। এছাড়াও পালিয়ে যাওয়ার পর ছয় বন্দি আবার ফিরে আসেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  এ হামলার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করছে পুলিশ। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত গোষ্ঠী।

ইমো রাজ্যের ওই কারাগার থেকে এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে নিশ্চিত করে নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোররাতে কয়েকটি পিকআপ ট্রাক ও বাসে করে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র লোকজন ওভেরি কারাগারে হামলা চালায়। হামলাকারীদের কাছে রকেটচালিত গ্রেনেড, মেশিন গান, রাইফেল ও বিস্ফোরক ছিল বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলাটিকে ‘সন্ত্রাসবাদী কাজ’ অভিহিত করে এর জন্য ‘নৈরাজ্যবাদীদের’ দায়ী করেছেন। হামলাকারীদের ও পালিয়ে যাওয়া বন্দিদের ধরার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিয়াফ্রা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একজন মুখপাত্র আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেছেন, সোমবারের ওই হামলা তারা চালিয়েছে এই অভিযোগ ‘মিথ্যা’।

নাইজেরিয়ার ইমো রাজ্য অনেক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সমস্যায় আক্রান্ত। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় ইগবো নৃগোষ্ঠীর মধ্যে বিদ্যমান নাজুক সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জানুয়ারি থেকে নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কয়েকটি থানায় ও গাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা থানা লুট করে বহু অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App