×

সারাদেশ

দোকান খোলা রাখার দাবিতে বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৪:১৪ পিএম

দোকান খোলা রাখার দাবিতে বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

সারাদেশের মতো বরিশালেও চলছে এক সপ্তাহের লকডাউন। তবে দ্বিতীয় দিন দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর গীর্জা মহল্লা ব্যাবসায়ী মালিক সমিতি ও মোবাইল মালিক সমিতির নেতৃত্বে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

রাস্তায় অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পরে পুলিশ এসে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলে আন্দোলন থেকে ঘরে ফেরার নির্দেশ দেন। এরপর তারা আন্দোলন স্থগিত করেন।

বাংলাদেশ মোবাইল এ্যাসোশিয়েশন মালিক সংগঠনের বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক শহিদ বলেন, গত বছর লকডাউনে বেশিরভাগ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এবার স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালু রাখতে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।

তিনি আরো বলেন, সামনে রমজান মাস। ব্যবসা করার মৌসুম। এসময় দোকানপাট বন্ধ থাকলে তারা বড় ক্ষতির মুখে পড়বেন।

তবে প্রশাসন জানিয়েছেন সরকারের সিদ্ধান্ত মানতে হবে। দোকানপাট ও শপিং মল খোলা রাখার কোনো সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App