×

সারাদেশ

লকডাউন উপেক্ষা ও মাস্ক না পড়ায় বাউফলে ৭ জনের অর্থদন্ড 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ০৬:৫৬ পিএম

লকডাউন উপেক্ষা ও মাস্ক না পড়ায় বাউফলে ৭ জনের অর্থদন্ড 

মাস্ক ব্যবহার না করার কারণে ও লকডাউন উপেক্ষা করায় ভাম্যমান আদালতের অভিযান

পটুয়াখালীর বাউফলে মাস্ক ব্যবহার না করার কারণে ও লকডাউন উপেক্ষা করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৭ জনের অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলমান ভ্রাম্যমাণ আদালত ওই অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

সুত্র জানায়, লকডাউনের প্রথম দিন বাউফল পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে জালাল সিকদার, মো. রুবেল, মো. বশার, মো. জামাল হাসেন ও মো. আনোয়ার হাসেন নামের পাঁচ পথচারী ও শংকর বণিক নামের এক ফল ব্যাবসায়ীকে মুখ মাস্ক না পড়ার দায়ে একশত টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে লকডাউন উপেক্ষা করে বাউফল হাইস্কুল সড়কে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে তরিকুল ইসলাম নামের একজনকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পথচারীদের মধ্য মাস্ক বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App