×

পুরনো খবর

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ০৫:২৩ পিএম

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। বাংলা টেলিভিশন তথা রূপালি পর্দার এই হার্টথ্রব নায়কের শিক্ষাগত যোগ্যতা সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন) থেকে সেকেন্ডারি স্কুল পরীক্ষা দিয়েছিলেন।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তার নির্বাচনি এলাকা কৃষ্ণনগর। হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ্যে অনার্স করেছেন তিনি। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তৃণমূলের যুব মোর্চার সহ-সভাপতি।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

তৃণমূলের বাঁকুড়া সদরের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কলকাতার নামী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক করেছেন সায়ন্তিকা। (ছবি-ফেসবুক)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম ভোটের ময়দানে নেমেছেন জুন। প্রথম দফাতেই ভোট হয়ে গেছে জুনের নির্বাচনী কেন্দ্র মেদিনীপুরে। এই নায়িকার শিক্ষাগত যোগ্যতা সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন) থেকে সেকেন্ডারি স্কুল পরীক্ষা দিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মিত্র। টেলিভিশনের এই জনপ্রিয় মুখের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন। নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তিনি।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক শেষ করেছেন। একুশের বিধানসভার আসনে তৃণমূলের হয়ে উত্তরপাড়া থেকে লড়ছেন তিনি।(ফাইল ছবি, সৌজন্য ইনস্টাগ্রাম)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

বিজেপির শ্যামপুরের প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেছেন তনুশ্রী।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। এই টলি তারকার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

সংযুক্ত মোর্চার একমাত্র তারকা প্রার্থী দেবদূত ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করেছেন।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

গেরুয়া শিবিরের হয়ে খড়গপুর সদর বিধানসভা আসনে লড়ছেন হিরণ। যার আসল নাম হিরণময় চট্টোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করেছেন এ অভিনেতা।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

বেহালা পূর্বের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেছেন। (ছবি-ইনস্টাগ্রাম)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

ছোট থেকেই অভিনয়ে শ্রাবন্তী। মাধ্যমিক পাশ করেছেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হওয়া এই অভিনেত্রী।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছে বিজেপির উলুবেড়িয়া দক্ষিণের তারকা প্রার্থী।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

২০১৯ সাল থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী অঞ্জনা বসু। টেলিভিশনের পর্দার এই জাঁদরেল শাশুড়ি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেছে। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

বারাসাতের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান তৃণমূল নেতার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন

একুশের ভোটের ময়দানে বিজেপি, তৃণমূল দুই শিবিরেরই বড় বাজি টলিগঞ্জের তারকারা। প্রথম দু-দফার নির্বাচন অতিক্রান্ত। অধিকাংশ প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন। সেই মনোয়নন পত্রেই নিজের সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেছেন প্রার্থীরা। জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিশদ তথ্যও।

ভারতের নির্বাচনে কোন তারকা প্রার্থীর পড়াশোনা কতটুকু? জেনে নিন
[gallery columns="1" size="full" link="file" ids="276302,276303,276300,276304,276305,276306,276307,276308,276309,276310,276311,276312,276313,276314,276315,276316"]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App