শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিসে মেয়েদের দ্বৈত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌয়ের সমন্বয়ে আনসারের জুটি ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা আক্তার ও নওরিন সুলতানা মাহির জুটিকে।
বাংলাদেশ আনসার মেয়েদের ইভেন্টে দুটি পদক নিশ্চিত করেছে। দলগত ইভেন্টের পর মেয়েদের দ্বৈত ইভেন্টে স্বর্ণ পেল এই সার্ভিসেস দলটি। মেয়েদের দ্বৈত বিভাগে রৌপ্য জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী, ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ পুলিশ ও আনসার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।