×

জাতীয়

হেফাজতের তাণ্ডবে কঠোর ব্যবস্থা নিতে হবে: অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৯:০৯ পিএম

দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে দেশ থেকে তো আইনটাই চলে যাবে। রবিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, একজন বিদেশি অতিথি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা চুপ ছিলেন। অথচ এবার তিনি বাংলাদেশে আসায় তাদের (আন্দোলনকারীদের) ঘুম ভেঙেছে। তাই ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে কাজটি হয়েছে, তা কি আমরা সমর্থন করতে পারি?

বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে যে কথা বলেছেন, বর্তমান সময়ে সেই রূপ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আজকে একটা গোষ্ঠী মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে। এটা কি আমরা সমর্থন করতে পারি? আইনের শাসন তো সবাইকে প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা কী বলবো?

করোনার মধ্যে আদালত কীভাবে চলবে সে বিষয়ে জানতে চাইলে আমিন উদ্দিন বলেন, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, বারের একজন সদস্য হিসেবে বলছি এই সময়টা যেহেতু লকডাউনের সময় সেহেতু যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা আছে, সেসব কারণ বিবেচনা করে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা করলে সবাই উপকৃত হবেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সহসম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ, সদস্য হুমায়ুন কবিরসহ আইনজীবী নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App