×

জাতীয়

শেষ হলো সংসদের দ্বাদশ অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০২:১১ পিএম

তিন কার্যদিবস চলার পরে আজ রবিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শঅরমিন চৌধুরী রাষ্ট্রপতি আবদুল হামিদের সমাপ্তি নোটিশ টি পড়ে শোনান। বাংলাদেশ সংবিধানের ৭২ এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন সমাপ্ত করেন। এটি স্পিকার পাঠ করে শোনান।

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনটি শুরু হয় গত বৃহষ্পতিবার ১ এপ্রিল। এটি ছিল সংসদের নিয়মতান্ত্রিক অধিবেশন। প্রথম একটি অধিবেশন শেষ হলে পরেরটি ৬০ কার্যদিবসের মধ্যে অনুষ্ঠিত করা সংবিধানে বলা আছে। সে কারণে করোনা মহামারির মধ্যেও অধিবেশনটি বসতে বাধ্য হয়। এটিতে ৬টি বিল উত্থাপিত হয়েছে এবং ৫টি বিলের রিপোর্ট পেশ করা হয়। এছাড়া অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই ভাষণ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App