×

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকার, ১০ জেলের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১০:২৬ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকার, ১০ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকারের দায়ে ১০ জন জেলেকে কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাটকা শিকারের দায়ে ১০ জন জেলেকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ এপ্রিল) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে যমুনা নদীতে অভিযান পরিচালনা কালে জাটকা শিকাররত অবস্থায় ১০ জন জেলেকে আটক করা। এ সময় ২৮০ কেজি জাটকা ও ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ এবং জাল ধ্বংস করা হয়েছে । শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের এডিশনাল এসপি তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির ও মৎস্য কর্মকর্তা রফিকুল আলম প্রমুখ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App