×

আন্তর্জাতিক

করোনায় তৃতীয়বারের লকডাউনে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১১:০৬ এএম

করোনায় তৃতীয়বারের লকডাউনে ফ্রান্স

লকডাউনে ফ্রান্স। ফাইল ছবি।

করোনাভাইরাসের মহামারি রোধে ফ্রান্সে তৃতীয়বারের জাতীয় লকডাউন দেওয়া হয়েছে। দেশটির সব স্কুল ও অপ্রয়োজনীয় দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে সন্ধা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। খবর বিবিসির।

দেশটিতে শুক্রবার নিবিড় পরিচর্যা ইউনিটগুলিতে (আইসিইউ) করোনায় আক্রান্ত হয়ে রোগীদের সংখ্যা বেড়েছে ১৪৫ জন, যা গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি।

এদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন কোভিড রোগীদের জন্য আরও হাসপাতালের শয্যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আশা করেছিলেন যে করোনভাইরাসের কারণে ফ্রান্সে আরও একটি লকডাউন চাপিয়ে না দিয়ে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখবেন।

ফ্রান্সে বর্তমানে প্রায় পাঁচ হাজার কোভিড-১৯ রোগী আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গত শুক্রবার দেশটিতে ৪৬ হাজার ৬৭৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে এবং নতুন করে মারা গেছেন ৩০৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ৪৯৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App