×

জাতীয়

করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পাশাপাশি চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৮:০১ পিএম

বন্ধ হচ্ছে না করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ কার্যক্রম। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম পাশাপাশি চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও টিকা বিতরণ কমিটির প্রধান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

৮ এপ্রিল দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে ৫ তারিখ টিকার প্রথম ডোজ কার্যক্রম বন্ধ করা হবে বলে জানা গিয়েছিলো। তবে শনিবার (৩ এপ্রিল) রাতে টিকা টিকা ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম পাশাপাশি চলবে।

টিকার সংকট ও টিকার চালান দেশে কবে আসবে এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। তবে আমাদের দিক থেকে সব ধরণের যোগাযোগ করা হচ্ছে। আমরা আশাবাদী শীঘ্রই টিকা পেয়ে যাবো। টিকার সংকট হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App