×

জাতীয়

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০১:৩২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা সারা দেশে  লকডাউনের  প্রজ্ঞাপন জারি করেছি। এই মাত্র আমি তাতে সই করে আসলাম। রবিবার (৪ এপ্রিল) সংসদে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার এই প্রকোপ খুব বেড়ে গেছে। এটা মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে। সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষ প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরে বাইরে যেতে হবে। কোনো ধরনের সভা সমাবেশ বিয়ে বা কোনো অনুষ্ঠান করা যাবে না। সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে কোনো মূল্যে আমরা এই করোনার প্রকোপকে ঠেকাবো। তার জন্য সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, অনেকের একটু কষ্ট হবে তবুও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাইরে বের হোন। বাসায় গিয়ে গরম জলের ভাপ নিন।  তিনি বলেন, আমরা করোনার চটকার ব্যবস্থা করছি। দ্বিতীয় ডোজের টিকা সময় মতো আমাদের হাতে এসে পৌঁছাবে। সরকার সব বিষয়ে সচেতন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App