×

খেলা

সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাংলাদেশ গেমস চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৩:১৯ পিএম

সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাংলাদেশ গেমস চলবে

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস লোগো

করোনাভাইরাসের ভয়াবহতায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (৫এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমতাবস্থায় বাংলাদেশ গেমস চলবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তবে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল, তাই ওই সময় পর্যন্ত গেমস চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আপাতত গেমস চলবে। সরকার থেকে পরবর্তীতে কী নির্দেশনা আসে, সেটা আগে দেখতে হবে। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এ গেমসের বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App