×

জাতীয়

সংসদের ১২তম অধিবেশনের মুলতবি সেশন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:০৯ পিএম

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশনের মুলতবি অধিবেশন। শনিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় অধিবেশনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবার্তনের ভাষণ শোনানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়। এর পর শুরু হয় বিল উত্থাপন কাজ। মোট ৭-৮টি বিল ও বিলের রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।

উত্থাপিত বিলগুলোর মধ্যে আছে- আয়োডিন যুক্ত লবন বিল ২০২১, ভ্রমণের সুবিধার্থে ট্যুর অপারেশন ও ট্যুর গাইড নিবন্ধন বিল ২০২১, মংলা বন্দর কতৃপক্ষ বিল ২০২১, শিশু দিবাযত্ন কেন্দ্র বিলসহ আরও ২-৩টি বিল সময় থাকলে সংসদে উত্থাপিত হবে। এগুলোর মধ্য ১টি পাশ ও বাকিগুলো বিষদ পরীক্ষা নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য আবেদন জানান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App