×

আন্তর্জাতিক

ভারতে সংক্রমণ বাড়ছে, শনাক্তের দৈনিক নতুন রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৩:১৪ পিএম

ভারতে গত ২৪ ঘণ্ট‍ায় ৮৯ হাজার ১২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন ‍মারা গেছেন ৭১৪ জন। রয়টার্সের টালি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বরের পর এটাই ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। আর গত ২১ অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ বছরের শুরুর দিকে ভারতে কোভিড-১৯ সংক্রমণ বেশ কমে গিয়েছিল। গত ১৬ জানুয়ারি দেশটিতে করোনাভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়।

কিন্তু মার্চের শুরুর দিকে সেখানে আবার সংক্রমণ বাড়তে শুরু করে। বিশেষ করে মহারাষ্ট্রে সংক্রমণ নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্র সরকার পূর্ণ লকডাউন জারির কথা বিবেচনা করছে।

মহারাষ্ট্রে শুক্রবারও ৪৭ হাজার ৮২৮ জন নতুন রোগী শনাক্ত হয়। যা গত বছর মার্চে ভারতে মহামারী শুরু পর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারতেই করোনাভাইরাসে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু এক লাখ ৬৪ হাজার ১১০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App