×

অর্থনীতি

ব্যাংক চলমান থাকলে শেয়ারবাজারও চলমান: বিএসইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৬:৪১ পিএম

ব্যাংক চলমান থাকলে শেয়ারবাজারও চলমান: বিএসইসি

ফাইল ছবি

লকডাউনে ব্যাংক খোলা রাখা হলে শেয়ারবাজারের লেনদেনও চলমান থাকবে। পূর্ব থেকেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (৩ এপ্রিল) লকডাউনের ঘোষণা দেওয়ায় এই সিদ্ধান্তের কথা জানান বিএসইসি। প্রতিষ্ঠানটির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে বলেন, ব্যাংকে লেনদেন সচল থাকলে শেয়ারবাজারেও লেনদেন সচল থাকবে। পূর্ব থেকেই আমরা এ সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তাই লকডাউনে লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

এর আগে লকডাউন গুজবে শেয়ারবাজারের পতন থামাতে গত ২২ মার্চ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসইসি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, করোনাকালসহ যেকোনো সময় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেনও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App