×

খেলা

বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিন স্বর্ণ জিতল রফিকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৪:০৮ পিএম

বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিন স্বর্ণ জিতল রফিকুল

নবম বাংলাদেশ গেমসে দ্বিতীয় দিন বডি বিল্ডিংয়ে বিজয়ীরা।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টে শনিবার (৩ এপ্রিল) দ্বিতীয় দিন প্রথম স্বর্ণ জিতেছেন মো. রফিকুল ইসলাম। এছাড়া ২ ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। আজ মেনস ফিজিক ১৭৩ দৌহিক উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের রফিকুল। এই ক্যাটাগরিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। আর ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন। এছাড়া মেনস সিনিয়র বডিবিল্ডিং ৫৫ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর। মেনস সিনিয়র বডি বিল্ডং ৬০ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০% মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি। এর আগে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে গতকাল (২এপ্রিল) বডি বিল্ডিংয়ের উদ্বোধনী দিনে ৩ ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। মেনস জুনিয়র ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন নিউ গোল্ড জিম হেল্থ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মো. রেদোয়ান । ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বডিবিল্ডংয়ের হযরত আলী অনিক। মেনস মাস্টার ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের আবু সাইদ মোল্লা। রুপা জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী। ব্রোঞ্জ জিতেছেন ফিউচার ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব। মেনস ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রবিউল ইসলাম। রুপা জিতেছেন শাকিল বডিবিল্ডিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ব্রোঞ্জ জিতেছেন সিলেট আইরন ওয়ারিয়র জিমের আবু বক্কর। মেনস ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন গোল্ডেন জিমের সুমন খান। রুপা জিতেছেন বাংলাদেশ আনসারের শাকের উদ্দিন শাওন। ব্রোঞ্জ জিতেছেন গ্যালাক্সি জিমের মাহমুদুর রহমান। এছাড়া মেনস ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতা বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুজন আলী। ব্রোঞ্জ জেতেন রাজশাহী বডি কিং মাল্টি জিমের মো. আকাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App