×

জাতীয়

দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, কমলো গ্রহিতার সংখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৮:০৭ পিএম

দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, কমলো গ্রহিতার সংখ্যা

করোনা টিকা। ফাইল ছবি

দেশে করোনার টিকা গ্রহিতার সংখ্যা দিন দিন কমছে। এরই মধ্যে দেশে দ্বিতীয় ডোজের টিকা দান কার্যক্রমও শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য অনুযায়ী, শনিবার (৩ এপ্রিল) ১০ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন।

তথ্য অনুযায়ী, শনিবার ৩৯ হাজার ৮৪৩ জন। ২রা মার্চ শুক্রবার সরকারি ছুটির দিন টিকা কর্মসূচি বন্ধ ছিলো। পহেলা মার্চ সারা দেশে টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। ৩১ মার্চ ৫০ হাজার ৭৫২ জন, ৩০ মার্চ সরকারি ছুটির দিন থাকায় কার্যক্রম বন্ধ ছিলো। ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। ২৮ মার্চ ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ তারিখ ৬৫ হাজার ৩৬৮ জন টিকা নেন। ২৫ মার্চ ৭০ হাজার ৪০৭ জন ২৪ মার্চ ৭৮ হাজার ৮১৭ জন সারা দেশে টিকা নিয়েছেন। ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

আজ টিকা নেওয়া মোট ৩৯ হাজার ৮৪৩ জনের মধ্যে ২২ হাজার ৭৫৯ জন পুরুষ ও ১৭ হাজার ৮৪ জন নারী। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গেছে ১ জনের মধ্যে। আর এ পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন পুরুষ ও ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন নারী।  সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৩৭ জনের মধ্যে। আজ বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App