×

জাতীয়

গার্মেন্ট খোলা না বন্ধ, জানা যাবে বিকেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০২:০৯ পিএম

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার লক্ষ্যে গার্মেন্ট কারখানাগুলো চালু রাখার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে সিদ্ধান্ত হওয়ার কথা।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক জানিয়েছেন, বিকাল ৪টার সময় সরকারের সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক আছে। সে বৈঠকের পর বলা যাবে গার্মেন্টস কারখানা খোলা রাখা যাবে কি যাবে না। খোলা রাখতে হলে কোন প্রক্রিয়ায় রাখবো সেটা মিটিং শেষে বিকালে বলতে পারবো।

শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App