×

খেলা

অবসরের কথা ভাবছেন তামিম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১১:৩৮ এএম

অবসরের কথা ভাবছেন তামিম!

তামিম ইকবাল

দেশসেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে যে কোনো এক ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নিতে চান। এক ফরম্যাটকে বিদায় জানিয়ে অন্য দুই ফরম্যাটে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। তবে বাংলাদেশের সেরা ওপেনার ঠিক কোন ফরম্যাট থেকে অবসর নিতে চান, তা জানা যায়নি। গতকাল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা জানান তামিম ইকবাল।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তামিম। ফলে ধারণা করা হয়েছিল তিনি বোধহয় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাতে চান। এই দিকে সামনেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মুহূর্তে দেশসেরা ওপেনারকে বাদ দিয়ে বাংলাদেশ কি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে পারবে? পারলে সেটা দলের জন্য কতটা ফলপ্রসূ হবে?

তামিম জানিয়েছেন ভিন্ন কথা। তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন কিনা তা এখনো বলছেন না। তবে ভারতের মাটিতে বিশ্বকাপের কথা তার মাথায় আছে। এ সম্পর্কে ক্রিকবাজকে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার মাথায় আছে। এটা তো এই ছয় মাস পরেই। আর আমার বয়সও এখন ৩৬-৩৭ না। তাহলে কেন নয়? টি-টোয়েন্টি পুরোপুরি আমার চিন্তার বাইরে নয়। দেখুন, আমি যেভাবে নিজের ক্যারিয়ার সাজাতে চাই এবং যে পরিকল্পনাটা আছে আমার, আমি জানি যে কোন ফরম্যাট আগে ছাড়ব আর কোনটা পরে। আমার নিজের সব জানা আছে। আমার মনে হয় না সেটা সবার কাছে খুলে বলার দরকার আছে।’

তামিম বলেন, ‘আমার যখন মনে হবে যে, এই ফরম্যাট ছাড়লে অন্য দুই ফরম্যাটে ক্যারিয়ার লম্বা করতে পারব, তখন আর এ ফরম্যাটে নিজেকে টেনে নেব না। আমার বার্তাটা পরিষ্কার। আমি বাংলাদেশের হয়ে যত বেশি দিন সম্ভব খেলতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই। আমি এক ফরম্যাট ছাড়তে চাই এ কারণে, যাতে অন্য দুই ফরম্যাটে সেরাটা দিতে পারি। বিষয়টা এমন না যে ক্লান্ত হয়ে পড়ায় টেস্ট ছেড়ে দেব কিংবা টি-টোয়েন্টি খেলব না।’

‘আমি যদি আরো ৫-৬ বছর খেলতে চাই, তাহলে তিন ফরম্যাটেই টেনে নেয়া খুব কঠিন হবে। সাধারণত বিশ্বে অন্য খেলোয়াড়দের দেখবেন, তারা কিন্তু একসঙ্গে তিন ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলে না। তারা আগে যেকোনো একটা ফরম্যাট ছেড়ে দেয় এবং অন্য দুইটি খেলতে থাকে, পরে অবসর নেয়। আমি বলতে চাচ্ছি যে, আমার ক্ষেত্রেও এমনই হবে। আমার যদি মনে হয় যে, ছয় মাস, এক বছর বা দুই বছর পর একটা ফরম্যাট ছেড়ে দেয়া ভালো হবে, আমি তাই করব। আমি বলব না সেটা কোন ফরম্যাট। যেমনটা বললাম, এটা ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টির যে কোনোটাই হতে পারে। আমি সেই দুই ফরম্যাট খেলব, যেখানে দলের জন্য অবদান রাখতে পারব এবং সেটাই ছেড়ে দেব যেটায় মনে হবে যে আমার খুব বেশি কিছু দেয়ার নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App